- নার্গিস আলমগীর
মধু মতির তীরে
বারে বারে ফিরে যেতে ইচ্ছে করে।
বারে বারে ফিরে যেতে ইচ্ছে করে।
কৈরবী জোছনা রাতে
তুমি যদি রও সাথে।
তুমি যদি রও সাথে।
হারাবো সেই আবেশে
বলেছিলে মনে কি রবে মোরে?
বলেছিলে মনে কি রবে মোরে?
বলতে পারিনি সেই ক্ষণে।
জেনে রাখো! মনের কোনে।
জীবদ্দশায়ও থাকতে পারি
তোমার সাথে নিকষ অন্ধকারে।
তোমার সাথে নিকষ অন্ধকারে।
ফিরবোনা আর নভোমনি ধরা তলে।
যদি থাকো তুমি সাথে।
নক্তো রজনী পোহাবো দু’জনে
যদি থাকো সাথে।
যদি থাকো সাথে।
মধু মতির ঐ তীরে বারেক হারাতে
সাধ জাগে মনে।