Tuesday, November 27, 2018

নিজের মাঝে

                    - নার্গিস আলমগীর
নিজের মাঝে নিজের ফেরা,
যত চাই দূরে কোথাও 
উড়ে বেড়াই
ততটাই ভূলে যাই 
ফেলে আসাটাই।
হয়না তবু কিছুতেই 
এ বাধঁন ছেড়া।

No comments:

Post a Comment