- নার্গিস আলমগীর
যাদের ভাবনার আকাশ জুড়ে
পাখা দু’টো ভেসে বেড়াতো অবিরত।
কি এমন অনিহায় সমস্ত আকাশ
মেঘে ছেয়ে রয়।
অবুঝের মত উড়বার আসে
বার বার পাখা দুটো গিয়েছে খসে।
যারা ছিল হৃদয়ের অতি কাছে
তারা হৃদয়হীন বন্দরে নোঙ্গর করেছে।
সেই শক্তি পেতে চাই,
যা থাকলে তোমাদের
আকাশ বন্দর প্রয়োজন নাই।
আকাশ বন্দর প্রয়োজন নাই।
অনেক প্রাণি আছে যারা
আকাশ বন্দর ছারা বাঁচে।
তাদেরি মত রবো বেঁচে
যত দিন নিঃশ্বাস আছে।
No comments:
Post a Comment