Wednesday, November 28, 2018

মাকে মনে পরে

                 - নার্গিস আলমগীর
মাকে মনে পরে
ঘুমুতে যাওয়ার কালে।
মশারী টানিয়ে কাঁথা জড়িয়ে
মাথায় হাত বুলাবার ছলে বুকে নিতে জড়িয়ে।
মাকে মনে পরে
অসুস্থ্য রাতের আঁধারে মৃদু আলো জ্বেলে সুস্থ্যতার প্রতীক্ষা করতে।
মাকে মনে পরে,
ভীষণ ইচ্ছে করে, আমার ভালবাসার কথা জানাতে।
 যে দিন আকাশে অনেক তারা উঠে
গোলাকার চাঁদের মাঝে মাগো তোমার ছবিটি ভেসে ওঠে।
চাঁদ মামার কত গল্প শোনাতে রূপ কথার মাঝে।
কোন অজানা রাজ্যের সম্রাজ্ঞী হয়ে বসে আছো মা!
কখনো কি মনে পরে তোমার অশান্ত মেয়েটির কথা?
মা আজ আমা হতে বহু দুরে।
যেথা হতে ফেরেনা কেউ কোন কালে।
কত যে তোমায় দেখতে চাই, মনে হয় কত অন্যায় করেছি অনিচ্ছায়।
মা, তুমি কি ক্ষমা করেছো আমায়?
সাধ জাগে তোমার আশ্রয়ে চলে যেতে।
 ক্ষমা করো আমাকে।

No comments:

Post a Comment