- নার্গিস আলমগীর
অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি
অপূর্ব তোমার সৃষ্টি
যত দেখি জুরায়না আঁখি
শুভ্র তুষারেরা বর্ষে যাচ্ছে।
তোমার সূক্ষ্ম পরিকল্পনায় সক্রিয় অংশ নিচ্ছে।
পাতা ঝরা গাছ শ্বেতরূপ হচ্ছে।
পাকিংলটের উঠোনটা বরফের আস্তরণে সুউচ্চ হয়েছে।
তন্ময় হয়ে দেখেছি হারিয়ে যাচ্ছি সৃষ্টি রহস্যে
প্রভূ,
কোথায় রাখ এত রূপ!
কোথায় রাখ এত রূপ!
যখন নির্ধারিত আয়োজন হয় শেষ
কোথায় মিলিয়ে যায় সাজানো পরিবেশ।
এত বিশাল আয়োজন বিশ্ব ভূমে
সবই তো করেছ প্রভু মানুষের তরে,
তবে কেন?
মানুষই চলে যায়, অজানা ঠিকানায়
মানুষই চলে যায়, অজানা ঠিকানায়
পরে রয় তোমার সৃষ্টি লীলা।
🧡🧡🧡
ReplyDelete